বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে
জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বানে ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারা দেশে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। বুধবার ভোর ছয়টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে এই হরতালের আহ্বান করেছে দলটি। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত রয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। একই দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।
এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান