ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচন বয়কট না করলে বিএনপির প্রার্থীরা জয়ী হতে পারতো : এরশাদ

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৩ মে ২০১৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সিটি কর্পোরেশন নিবার্চন বয়কট করেও তিন সিটিতে বিএনপি ৩ লাখেরও বেশি ভোট পেয়েছে। নির্বাচন বয়কট না করলে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হতে পারতো।

চার দিনের সফরে রংপুরে এসে রোববার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির ঘটনাসহ যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা দেশের গণতন্ত্রের জন্য ভালো না।

জনগণের সমর্থন না পাওয়ায় বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, বিএনপি আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মেরেছে। মানুষ পুড়িয়ে আন্দোলন করা যায় না। এজন্য বিএনপির প্রতি মানুষের আস্থা কমে আসছে। মানুষ এখন শান্তি, উন্নয়ন চায়।

জাপা চেয়ারম্যান এরশাদ আরও বলেন, আমি ক্ষমতায় থাকলে এতদিন রংপুরে গ্যাস আসতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সিরাজগঞ্জ পর্যন্ত গ্যাস নিয়ে এসেছে। এরপর বিএনপি বগুড়ায় গ্যাস নিয়ে আসে। যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার তার এলাকায় উন্নয়ন করেছে। জাতীয় পার্টি আবার ক্ষমতায় এলে রংপুরে গ্যাস আসবে। এসময় আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সিটি নির্বাচনে নিজ দলের প্রার্থীদের পরাজয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে পুরো বিষয়ে জানানো হবে।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছান তিনি। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় এরশাদেল ছোট ভাই সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে নগরীর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এরশাদ।

এমএএস/আরআইপি