যুদ্ধাপরাধীদের মতই খালেদার বিচার হবে : কামরুল
যুদ্ধাপরাধীদের মতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
১/১১-এর প্রেক্ষাপটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আইএসআই-এর সহায়তায় বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তার এই ষড়যন্ত্রের বিচার হবেই। সন্ত্রাস ও নাশকতাকারীদের কোনো ছাড় নেই’।
তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের সময় নাশকতা সৃষ্টিকারীদের বিচারে দেশের প্রতিটি বিভাগে ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে। যারা সন্ত্রাস ও মানুষ হত্যা করেছে তাদের সঙ্গে যারা এ হামলায় ইন্ধন দিয়েছে প্রত্যেকের বিচার করা হবে। প্রত্যেককে আইনের কাঁঠগড়ায় দাঁড় করানো হবে। অপরাধীরা নিজেদের বাঁচাতে যতই চেষ্টা করুক না কেন, অপরাধীর বিচার করতেই হবে। বিচার না করলে জাতি আমাদের ক্ষমা করবে না’।
কামরুল ইসলাম বলেন, ‘আইনের দৃষ্টিতে সবাই সমান। তা সে বিএনপি নেত্রী খালেদা জিয়া হোক আর যে টোকাই ছেলেটি বোমা মেরেছে সে হোক। দুইজনই সমান অপরাধী। তাই দু’জনেরই বিচার করা হবে। কোনো অজুহাতেই কোনো কাজ হবে না। এটা জনগণের কাছে আমাদের অঙ্গীকার। শেখ হাসিনা কোনো চাপের কাছেই নতি স্বীকার করবেন না’।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ, সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ, মহানগর উত্তর শাখার সভাপতি মোবাশ্বের চৌধুরী, দক্ষিণ শাখার সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফুল রহমান টিটু প্রমুখ।
এএসএস/একে/আরআইপি