সালাউদ্দিনকে নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : নৌমন্ত্রী
সালাউদ্দিনকে নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে (আইইবি) হল রুমে অনুভব সমবায় সমিতির ১৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি’র যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহম্মেদকে নিয়ে বিএনপি নাটক করছে। তাকে বিএনপির নেত্রী খালেদা জিয়া পালিয়ে যেতে সাহায্য করেছেন।
তিনি বলেন, এ দেশে কে হিন্দু, কে বৌদ্ধ বা কে মুসলমান- এ নিয়ে বিভাজন করার অবকাশ নেই। আমরা সবাই বাঙালি এটাই আমাদের বড় পরিচয়। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সংখ্যাগুরু এবং রাজাকার আল-বদরেরা সংখ্যালঘু।
সংগঠনের সভাপতি হিরালাল বালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডিআইজি সত্যরঞ্জন বাড়ৈ, প্রকৌশলী মানস কুমার মিত্র, অনুভব সমবায় সমিতির ঢাকা মহানগর কমিটির সভাপতি অতুল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি ফনিভূষণ রায় প্রমুখ।
একে/পিআর