ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মজিবর রহমানের মৃত্যুতে খালেদার শোক

প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৮ মে ২০১৫

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মজিবর রহমান মঞ্জুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বেলা ১১টায় বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) তিনি।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রেরিত এক শোক বার্তায় খালেদা জিয়া বলেন, মরহুম মজিবর রহমান মঞ্জু কিশোরগঞ্জ জেলা বিএনপিকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিত প্রাণ সংগঠককে হারালো।

বেগম জিয়া বলেন, শহীদ জিয়া প্রবর্তিত রাজনীতির ধারাকে সমুন্নত রাখতে তিনি যে নিরলস পরিশ্রম করেছেন তা কিশোরগঞ্জবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিএনপি চেয়ারপারসন মরহুম মজিবর রহমান মঞ্জুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

এমএম/বিএ/পিআর