উচ্ছেদ হামলা মামলায় বিএনপিকে দুর্বল করা যাবে না : মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিনা নোটিশে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ, ফখরুলের উপর হামলা ও বেগম জিয়াকে মামলা দিয়ে বিএনপিকে দুর্বল ও অস্তিত্বহীন করা যাবে না।
মঙ্গলবার বিকেলে নিজ গ্রাম নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, বর্তমানে তারা বিএনপির শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাদের মামলা দিয়ে দুর্বল করে বিভিন্নভাবে ভোটে না যাওয়ার জন্য প্ররোচনা করছে।
দলের নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং জয়লাভ করবে।
এসময় তার সঙ্গে ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌর বিএনপির সভাপতি ফখরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার এবং বিএনপি যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান/জেডএ