ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে

প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৯ মে ২০১৫

বিএনপি গত ৫ জানুয়ারির থেকে টানা ৯২ দিনের হরতাল-অবরোধে পেট্রলবোমা ও মানুষ হত্যার মাধ্যমে দেশে একটি বিশেষ অবস্থা তৈরির চেষ্টা করেছিল। বরাবরের মতো আবারো তারা দেশের গণতন্ত্র এবং উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করছে বলে মন্তব্যে করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসান মাহমুদ বলেন, গণতন্ত্র ও উন্নয়ন একে অন্যের পরিপূরক। দুটোই সমান্তরালে চলে। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র ও উন্নয়নে বিশ্বাসী।

টিআইবিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে রিপোর্ট প্রকাশ করেছেন ভালো কথা কিন্তু তার আগে আপনাদের উচিত হবে টানা তিন মাস আন্দোলনের নামে বিএনপি যে সহিংসতা ও মানুষ হত্যা করেছে সে সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করা। তাই টিআইবিকে বলবো আপনারা আরেকটি প্রতিবেদন দিন যেখানে থাকবে বিএনপি আন্দোলনের নামে কতজন মানুষ হত্যা করেছে, কতজন মানুষকে পেট্রলবোমায় ঝলসে দিয়েছে।

আওয়ামীলীগের এ নেতা তার বক্তব্যে আরো বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে প্রতিদিন খবরের পাতায় শিরোনাম হচ্ছে। উনি নাকি বাংলাদেশে ফিরে আসতে চাইছেন। তিনি অবশ্যই ফিরে আসবেন তবে তা হবে আইনী প্রক্রিয়ার মাধ্যমে। আমি সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাবো সালাহ উদ্দিন সাহেবকে ফিরিয়ে এনে যেন বিচারের মুখোমুখি করা হয়।
কারণ আন্দোলনের নামে বিএনপির সহিংসতায় খালেদা জিয়ার যেমন দায় আছে, তেমনি দায় আছে সালাহ উদ্দিনের।

উক্ত আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বলরাম পদ্দার, এম এ করিম, অরুন সরকার রানা প্রমুখ।

জেআর/পিআর