ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

যত আছে জঙ্গি সব খালেদা জিয়ার সঙ্গী : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২১ এএম, ১৬ জুলাই ২০১৭

বাংলাদেশে যত জঙ্গি আছে সব বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গী বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক এমপি। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় ‘শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় বর্তমান সরকারের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মুজিবুল হক বলেন, খালেদা জিয়া ২০০৬ সালে শিক্ষকদের উপর নির্যাতন করিয়েছেন। তিনি একজন নির্যাতনকারী, জঙ্গিবাদের নেত্রী, দেশে যত জঙ্গি আছে সব তার সঙ্গী।

খালেদা জিয়াকে সন্ত্রাসী আখ্যায়িত করে তিনি বলেন, আমরা তাকে নির্বাচনে আসতে বলি, তিনি না এসে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলেন। বোমা মারলেন, পেট্রলবোমা মারলেন, মানুষ হত্যা করলেন, ইঞ্জিন পোড়ালেন, ট্রেনে পেট্রলবোমা মেরে যাত্রী হত্যা করেছেন, ট্রেনের বগি পুড়িয়েছেন, পুলিশ হত্যা করেছেন, বাসের চালক হত্যা করেছেন। খালেদা জিয়ার ব্যাপারে আমি এতটুকু বলতে চাই, ‘যত আছে জঙ্গি সব খালেদা জিয়ার সঙ্গী’।

রেলমন্ত্রী শিক্ষক নেতাদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা শিক্ষক, আপনাদেরকে মানুষ সম্মান করে। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ, আপনারা সত্য কথা বলবেন। আগামীতে যাতে শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে পারেন এ জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, অরুন সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/আরএস/পিআর