বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা: খন্দকার মাহবুব
পূর্বঘোষিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার ঢাকা আলিয়ার বিশেষ আদলতে হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যথাসময়ে খালেদা জিয়া ঢাকা আলিয়ার বিশেষ আদালতে হাজির হবেন। এর আগে ২৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধ করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার সোমবার এ দিন ধার্য করেন।
# নাইকো মামলা : খালেদার রায় বৃহস্পতিবার
এমএম/এএইচ/এমএস