ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দলের পদ হারাতে পারেন সাংসদ পিনু খান!

প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৮ জুন ২০১৫

ছেলে বখতিয়ার আলম রনির আলোচিত ‘জোড়া খুনে’র ঘটনায় মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান পদ হারাতে পারেন। আলোচিত এই হত্যাকাণ্ডে বিব্রত হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য পিনু খানকে মহিলা আওয়ামী লীগের পদ থেকে সরানোর কথা ভাবা হচ্ছে। বিতর্ক নিরসনে সংগঠনের পদ ছাড়ার দাবি জানাচ্ছেন, খোদ মহিলা আওয়ামী লীগেরও কেউ কেউ।

 

তবে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদিকা শিরিন রুখসানা দ্বিমত পোষণ করে বলেন, ‘ছেলের অপরাধের দায় মা কোনোভাবেই নিতে পারে না। যারা তাকে সরানোর কথা বলছেন, তারা সংগঠনের মঙ্গল চায় না।’

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ছেলেকে গ্রেফতারের পর অনেকটাই অন্তরালে রয়েছেন সাংসদ পিনু খান। প্রথমের দিকে ওই ঘটনায় ছেলে রনিকে নির্দোষ দাবি করলেও গ্রেফতারের পর রনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় মিডিয়ায় আর কোনো কথা বলছেন না পিনু খান। এমনকি গত কয়েক দিন সংসদ অধিবেশনেও যোগ দেননি সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য। গত ১৫ জুন সর্বশেষ কিছু সময়ের জন্য সংসদ অধিবেশনে যোগ দেন তিনি।

 

সূত্র জানায়, ১০ জুন খুনের ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই দলীয় কর্মকাণ্ড এবং সংসদ অধিবেশনে অনিয়মিত হয়ে পড়েছেন পিনু খান। ১৫ জুন অধিবেশনে আসার পর ছেলের বিষয়ে অনেকেই প্রশ্ন করতে থাকেন। এতে তিনি বিব্রত বোধ করেন।

 

ছেলেকে গ্রেফতারের পর থেকেই দলের প্রভাবশালী নেতাদের কাছে ছুটছিলেন পিনু খান। নেতারা প্রথমে আশ্বাস দিলেও অভিযুক্ত রনির স্বীকারোক্তির পর মুখ ফিরিয়ে নিয়েছেন তারা। প্রচার রয়েছে দলের হাইকমান্ডের নির্দেশেই পিনু খানের প্রাডো গাড়িটি জব্দ করা হয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা বলেন, ‘ওই ঘটনাটি খুবই দুঃখজনক। অপরাধী যেই হোক তার শাস্তি পাওয়া ভুক্তভোগীর অধিকার। তবে ছেলের ঘটনার জন্য মাকে দায়ী করা যায় না। এরপরেও নানা সমালোচনা, প্রশ্ন উঠতেই পারে। সংগঠনের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে হয় এবং সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন দলের সভানেত্রী।

 

কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, ‘ওই জোড়া খুনের ঘটনা সরকারকে যেমন বিব্রত করেছে, তেমনি সংগঠনকেও নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে। আমরা মহিলা আওয়ামী লীগের নেত্রীরা যেখানেই যাচ্ছি, সেখানেই এ বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। সংগঠনের স্বার্থে সংসদ সদস্য পিনু খানকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি। পিনু খান দায়িত্বে থাকলে বিতর্ক আরও বাড়তে পারে।’

 

সন্তানের অপরাধের দায় মায়ের ওপর বর্তায় না উল্লেখ করে মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শিরিন রুখসানা বলেন, তদন্ত সাপেক্ষে আমরাও ঘটনার বিচার চাই। তবে যে দোষী হবেন, তারই শাস্তি হোক। একজনের দায় আরেকজন নেবেন কেন?’

 

আওয়ামী লীগের এই নেত্রী আরও বলেন, ‘শিরিন আপাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আগামী কাউন্সিলে তিনি যাতে সভাপতি বা সাধারণ সম্পাদক হতে না পারেন, এই জন্যই এমন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা মহিলা আওয়ামী লীগ তার সঙ্গেই আছি এবং যেকোনো বিপদ মোকাবেলায় প্রস্তুত রয়েছি’।

 

গত ১৩ এপ্রিল রাত ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে গুলিতে এক অটোরিকশাচালক এবং এক রিকশাচালক আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত ঘোষণা করা হয়। নিহত রিকশাচালক আব্দুল হাকিমের মা মনোয়ারা বেগম ঘটনার দুদিন পর থানায় মামলা করেন।

 

পুলিশি তদন্তে রনির সম্পৃক্ততা পাওয়ার পর গত ৩১ মে তাকে এবং তার গাড়িচালক ইমরান ফকিরকে পুলিশ গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

এএসএস/একে/এসএইচএস