রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজবাড়ীতে এইচএসসি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজবাড়ী সরকারি কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তির অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদল শাখা। বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কলেজ শাখার সভাপতি মো. সোহেল মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ২০১০ ছাত্র সংসদের ভিপি মো. আরিফুজ্জামান আরিফ, ছাত্রনেতা আজাদ হোসেন আজাদ, রুবেল আহম্মেদ, নাজমুল আহসান জনি, রবিন আহমেদ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. আরিফুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা মিজানুর রহমান মুন্নু, নাহিদ মোল্লা, আনিছুজ্জামান আনিছ, মো. রাসেল প্রমুখ।
ছাত্র সংসদের ভিপি মো. আরিফুজ্জামান আরিফ বলেন, এইচএসসি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজবাড়ী সরকারি কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তিতে ছাত্রলীগের কিছু নামধারী সন্ত্রাসী বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তিনি আরো বলেন, এবারের ভর্তিতে কলেজ প্রশাসনের অনিয়মেরও প্রতিবাদ জানান।
পরে তারা নবাগত ছাত্র-ছাত্রীদের সাথে শ্রেণি কক্ষে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
রুবেলুর রহমান/এসএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
- ২ আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না: সামান্তা শারমিন
- ৩ আসন সমঝোতা প্রায় সম্পন্ন, শিগগির জানানো হবে: জামায়াত আমির
- ৪ অনেকেই আসতে চান, এ মুহূর্তে সবাইকে জায়গা দেওয়া কঠিন: জামায়াত আমির
- ৫ এলডিপি ও এনসিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির