ছাত্রলীগের সম্মেলনে প্রার্থীদের ফরম সংগ্রহের সময় বৃদ্ধি
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২৮ জাতীয় সম্মেলনে আগ্রাহী প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেয়া সময় ২ দিন বর্ধিত করা হয়েছে। বুধবার ২৮তম জাতীয় সম্মেলনের নির্বাচন কমিশনার শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের কারণে শুধুমাত্র আগামী ২১ ও ২২ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।
এছাড়া আগামী ২৩ জুলাই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে বলেও জানানো হয়।
আরএস/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান