বিএনপি ভাঙার গরজ নেই সরকারের : ওবায়দুল কাদের
সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছেন, বিএনপি ভাঙার কোনো গরজ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুর ওভারব্রিজ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, মহাসড়কের ১৩৫ কিলোমিটার ফোর লেনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, ঈদের আগে বাড়ি ফেরা মানুষ স্বস্তিতে কাজে যোগ দিতে পেরেছেন। এজন্য সড়ক বিভাগ ও পুলিশ সদস্যদের তিনি ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জহিরুল হক মিলু/এসএস/এমএস