ষড়যন্ত্র করেই তাহেরকে খুন করেন জিয়া : ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে কর্নেল তাহেরকে খুন করেন এবং ক্যান্টনমেন্টকে কসাইখানায় পরিণত করেছিলেন।
তিনি বলেন, আইনের আদালত ও জনতার আদালত জিয়াকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করে তাকে ‘একজন ঠান্ডা মাথার খুনি’ দিয়ে রায় দিয়েছে। জিয়া প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার রাজনীতি করেছেন, খালেদা জিয়াও তাই করছেন।
সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম স্মরণে জাসদ আয়োজিত ‘দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ কর : জামায়াত-শিবির নিষিদ্ধ কর’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, সহ-সভাপতি এড. শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ প্রমুখ।
হাসানুল হক ইনু বলেন, জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াও ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করার চক্রান্তের পৃষ্ঠপোষকতা করেন এবং খুনিদের বাঁচিয়েছেন। খালেদা জিয়া ৭৫-এ বঙ্গবন্ধুর খুনি, ৭১-এ যুদ্ধাপরাধী-খুনি এবং ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টাকারী-খুনিদের সমর্থনকারী ও রক্ষাকারী।
তিনি আরো বলেন, খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের নামে ক্ষমতা দখলের জন্য ১৫০ জনের বেশি মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। তাই বাংলাদেশে হত্যা-খুনের রাজনীতি চির অবসান করতে হলে, খুনিদেরকে অবশ্যই রাজনীতির বাইরে রাখতে হবে, বিচার করে সাজা দিতে হবে।
সভায় তথ্যমন্ত্রী শহীদ কর্নেল আবু তাহেরের হত্যাকারী জিয়ার পক্ষ ত্যাগ করে আদালতের রায় মেনে নিয়ে জাতির কাছে মাফ চাওয়ার জন্য বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
বিএ