বিএনপির সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিকসহ প্রতিটি খাতের অভ্যন্তরীণ চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে চায় বিএনপি। সম্প্রতি দলের নীতিনির্ধারক ফোরাম ও জ্যেষ্ঠ নেতাদের কয়েকটি বৈঠকে আলোচনা-পর্যালোচনা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান জাগো নিউজকে বলেন, আর্থিক খাত নিয়ে এ সংবাদ সম্মেলন হবে, এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।
কেএইচ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ২ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৩ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৪ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৫ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত