ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বন্যার্তদের ত্রাণ দিতে ফেনীতে বিএনপি নেতারা

প্রকাশিত: ০১:৪১ পিএম, ৩১ জুলাই ২০১৫

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিরতণ করতে ফেনীতে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। শুক্রবার তারা চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ফেনী গেছেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সাবেক এমপি রেহানা আক্তার রানু প্রমুখ।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনায় প্রতিনিধি দল সেখানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। গত কয়েকদিন ধরে ফেনীসহ বেশ কয়েকটি এলাকায় বন্যার কবলে পড়ে অনেক মানুষ গৃহহীণ হয়ে পড়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের বন্যাকবলিত এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করবে বিএনপি। প্রথম ধাপে খালেদা জিয়ার নিজ এলাকা ফেনীর ফুলগাজীতে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এরপর দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পাঠাবেন খালেদা জিয়া।

এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির স্থানীয় বিএনপিকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসব দুর্গম এলাকায় ঢাকা থেকে ত্রাণ পাঠানো সম্ভব না হলে, খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতারাই ত্রাণ বিতরণের ব্যবস্থা করবেন বলে জানা গেছে।

এমএম/একে/পিআর