২০ দলীয় জোটের বৈঠক আজ
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বৈঠক করবে আজ। বুধবার রাত ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জোটের শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছের।
বিএনপি সূত্র জানায়, ১৫ বা ১৬ আগস্ট চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহের জন্য লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। সেখানে চিকিৎসার পাশাপাশি সেখানে বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের পুনর্গঠনসহ সাংগঠনিক ও রাজনৈতিক নানা বিষয়ে শলাপরামর্শ করবেন তিনি।
লন্ডন সফর সম্পর্কে অবহিত করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করতেই আজকের এ বৈঠক ডাকা হয়েছে।
জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী জানান, লন্ডন যাত্রার প্রাক্কালে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনা ও দিকনির্দেশনা দেয়ার জন্যই হয়তো এ বৈঠক ডেকেছেন জোট নেত্রী খালেদা জিয়া।
বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে: ফখরুল
- ২ বিদেশি মদতে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: আমিনুল হক
- ৩ নামাজ শেষে নির্বাচনি প্রচারণায় মামুনুল হকসহ অন্য প্রার্থীরা
- ৪ আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না
- ৫ জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত