হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ জেলার মাধবপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। উপজেলার বিজুরা গ্রামে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রীনা বেগম (১৭) ও জামাল (৮০)। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরজু মিয়া ও উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দুইপক্ষ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন।
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান