ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রাজনৈতিক প্রতিহিংসার শিকার এমকে আনোয়ার : রিপন

প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৮ আগস্ট ২০১৫

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার গ্রেফতার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিপন বলেন, নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিএনপির প্রবীণ এই নেতা। এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতিকে শওকত মাহমুদকেও গ্রেফতার করা হয়েছে। আমরা এই দু্টি গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানাই।

একই সঙ্গে আমরা আদালতকে বলতে চাই আমাদের অসুস্থ বন্দি নেতাদের প্রতি সুবিচার করে তাদের মুক্তির ব্যবস্থা করুন। এতে বিএনপির নেতারা বিচার প্রক্রিয়া ও আদালতকে সহযোগিতা করবে এবং ন্যায় বিচারের পথ এর মধ্য দিয়েই উন্মােচন হবে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবুল খন্দকার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

এমএম/এসকেডি/এমআরআই