ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

ক্ষমতায় আছি না ভেবে নৌকার ভোট চান : সাবের হোসেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

সরকার বা ক্ষমতায় আছি এটা ভেবে বসে না থেকে ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা ৯ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (১২ ডিসেম্বর) বিকালে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই। ক্ষমতায় আছি এটা ভেবে বসে থাকলে চলবে না। ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে।

saber

কর্মীদের মাঠে থাকতে হবে উল্লেখ করে সাবের বলেন, প্রতিপক্ষ নানান কৌশল করছে, আগামীতেও করবে। তাদের দিকে না তাকিয়ে ভোটারদের কাছে যেতে হবে। এ আসনে চার লাখ ২৫ হাজার ভোটার, প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। নৌকা মার্কায় ভোট চাইতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ৩০ ডিসেম্বর ঢাকা ৯ আসন নৌকার আসন হিসেবে প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো।

ঢাকা -৯ ও সিলেট -১ আসনকে ক্ষমতার প্রতীক উল্লেখ করে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বলেন, দেশের এ দুটি আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে তারাই ক্ষমতায় আসে। আমাদের প্রত্যাশা আগামী ৩০ ডিসেম্বর ঢাকা -৯ থেকে নৌকা জয়লাভ করবে।

saber

সভায় জানানো হয়, ঢাকা -৯ আসনে নৌকার পক্ষে ভোটের জন্য ১৪ ডিসেম্বর থেকে লিফলেট বিতরণসহ ঘরে ঘরে গিয়ে প্রচার শুরু করবে।

মতবিনিময় সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিটু সহ সংগঠনের বিভিন্ন থানার নেতা-কর্মীর উপস্থিত ছিলেন।

এসআই/এএইচ/এমএস

আরও পড়ুন