ভোট বর্জন করলেন পার্থ
ফাইল ছবি
ঢাকা-১৭ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী আন্দালিব রহমান পার্থ ভোট বর্জন করেছেন। পোলিং এজেন্টদের মারধর, ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, কোনো কোনো কেন্দ্রে ঢুকতে না দেয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে ভোট বর্জনের কথা জানিয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট বর্জন করছি।
৬০-৭০ কেন্দ্র ঘুরেছেন দাবি করে তিনি বলেন, সব কেন্দ্রেই আমার এজেন্ট, সমর্থক ও ভোটারদের বাধা দেয়া হচ্ছে। এটাই প্রমাণ করে দলীয় সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
তবে তিনি সকালে ভোট দিয়েছেন বলে জানান। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) নির্বাচন করছেন।
এমইউএইচ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
- ২ খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন
- ৩ নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত
- ৪ বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৫ পুনর্গঠন করা হলো এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি