ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

যুবদল নেতাকে স্বপদে বহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সালাম মোল্লাকে পুনঃবহাল রাখা হয়েছে। গত বছরের অক্টোবরের শেষ দিকে তাকে বহিষ্কার করা হয়।

গত ২৮/০১/২০১৯ তারিখে যুব দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা মো. সারওয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আব্দুস সালাম মোল্লাকে দেয়া ‘সাময়িক অব্যাহতি আদেশ প্রত্যাহার প্রসঙ্গে’ শিরোনামের ওই চিঠিতে বলা হয়েছে, ‘গত ২৩/১০/২০১৮ তারিখে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক প্রেরিত সাময়িক আদেশ প্রত্যাহার করে আপনাকে স্বপদে বহাল করা হইল। আশা করি আপনার গতিশীল নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর নির্দেশ ক্রমে এ আদেশ প্রেরণ করা হইল।’

কেএইচ/এমএমজেড/এমএস

আরও পড়ুন