বিএনপি কার্যালয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের তালা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সদ্য ঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত নেতারা। নবনির্বাচিত কমিটির সমর্থক ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মুখোমুখি অবস্থানে নয়াপল্টন এলাকা উতপ্ত হয়ে উঠেছে।
সংঘর্ষের আশঙ্কায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্বপাশে রাখা হয়েছে রায়টকার, এপিসি কার, জল কামান এবং প্রিজনভান।
ছাত্রদলের ২০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণার পর থেকে নয়াপল্টনে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ করে আসছেন। অন্যদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েও মিছিল করেছে ছাত্রদলের নতুন কমিটির সমর্থক নেতা-কর্মীরা।
যেকোনো মুহূর্তে দুই গ্রুপের সংঘর্ষ বেঁধে যাওযার আশঙ্কায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। বিপুলসংখ্যক পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান করছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের গাড়িতে খাম সেঁটে দেওয়া বাইকার এখনো শনাক্ত হননি
- ২ নির্বাচনি প্রচারণায় বিএনপি প্রার্থীদের মানতে হবে ৭ দফা নির্দেশনা
- ৩ নাহিদ-নাসীরুদ্দীনকে শোকজ বিধিবহির্ভূত, দাবি এনসিপির
- ৪ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাহিদ-নাসীরুদ্দীনকে শোকজ
- ৫ এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনার সময় এসেছে: আসিফ মাহমুদ