বগুড়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
বগুড়া জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে।
শনিবার দলটির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করা হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক শিগগিরই বগুড়া জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২৯ এপ্রিল বগুড়া জেলা বিএনপির দুটি গ্রুপ পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি গঠন করে। দুপুরে এক গ্রুপ ঘোষণা দেয়ার পর সন্ধ্যায় আরেকটি গ্রুপ পাল্টা কমিটি ঘোষণা করে।
দুপুরে বর্তমান কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিজেকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনকে যুগ্ম আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করেন।
সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মাহবুবর রহমানকে আহ্বায়ক এবং জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলালকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করে।
কেএইচ/জেএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু