বড় সংগঠনে ঝামেলা থাকবেই : মির্জা আব্বাস
ছাত্রদলকে একটি বড় সংগঠন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, বড় সংগঠনে ঝামেলা থাকবেই। এ নিয়ে চিন্তার কিছু নেই। দ্রুতই সব ঠিক হয়ে যাবে।
সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে বেলা সোয়া ৩টার দিকে বৈঠকটি শুরু হয়। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
ধারণা করা হয়েছিল, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনেই এই বৈঠকটির আয়োজন করা হয়েছে। কিন্তু বৈঠক শেষে মির্জা আব্বাস সাংবাদিকদের জানান, নির্দিষ্ট বা বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়নি। এমনিতে সাধারণ আলোচনাই হয়েছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
- ২ ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার একমাত্র পথ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা
- ৩ তারেক রহমানের সঙ্গে ব্রাজিল-সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ তারেক রহমানের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিনিধিদলের বৈঠক
- ৫ তারেক রহমানের গাড়িতে খাম সেঁটে দেওয়া বাইকার এখনো শনাক্ত হননি