উপ-নির্বাচনে লড়বেন কাদের সিদ্দিকী
সম্প্রতি শূন্য হওয়া আব্দুল লতিফ সিদ্দিকীর আসন থেকে উপ নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ ঘোষণা দেন তিনি।
কাদের সিদ্দিকী জানান, জন্মস্থান টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপনির্বাচনে অংশ নেবেন তিনি।
উল্লেখ্য, ইসলাম নিয়ে কটূক্তি করায় প্রথমে মন্ত্রিপরিষদ এবং পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় আব্দুল লতিফ সিদ্দিকীকে। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন। এর ফলে আসনটি শূন্য হয়।
এএইচ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ২ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৩ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৪ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৫ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত