গণজাগরণ দিবসের ডাক
লুটপাট, সম্পদ পাচার, নারী নির্যাতন, হত্যাকাণ্ড, গণপিটুনি প্রতিরোধে একং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জেগে ওঠার আহ্বানে গণজাগরণ দিবসের ডাক দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
দলটির একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, আগামী ২৪ আগস্ট শনিবার দেশব্যাপী ‘গণজাগরণ দিবস’ পালনের মাধ্যমে বিদ্যমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নৈরাজ্য, লুটপাট, নিরাপত্তাহীনতা, অবিচারের বিরুদ্ধে আমরা জনগণকে জাগ্রত করতে চাই।
তিনি বলেন, দেশে যে লুটপাট, দুর্নীতি, ব্যাংকিং বিশৃঙ্খলা, ধর্ষণ, অনাচার এবং সরকারের যে দায়িত্বহীনতা ডেঙ্গু প্রসঙ্গে, সবকিছুকে কেন্দ্র করে গণজাগরণ দিবস পালন করব।
‘এখন যে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে এ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করব’,- বলেন শরীফ নুরুল আম্বিয়া।
দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দলটির পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রচারপত্র প্রকাশ করা হয়েছে। বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে।
এইউএ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার