জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণজাগরণ গড়ে তুলুন : জাসদ

দেশে লুটপাট, সম্পদপাচার, নারী নির্যাতন, বেপরোয়া হত্যাকাণ্ড, উন্মত্ত গণপিটুনি প্রতিরোধে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ সারাদেশে আজ (শনিবার) মানববন্ধন, জমায়েত, আলোচনাসভার মাধ্যমে গণজাগরণ দিবস পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, নাসিরুল হক নওয়াব, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আবদুস সালাম খোকন, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসাদুজ্জামান জাকির, ঢাকা মহানগর উত্তর সভাপতি আলমগির হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সাধারণ সম্পাদক গৌতম শীল প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য দেয়ার আগে যুদ্ধকালীন সরকারের উপদেষ্টা বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে শরীফ নুরুল আম্বিয়া বলেন, দেশে উন্নয়নের আড়ালে এক লুটেরাচক্র গড়ে উঠেছে। এই লুটেরাচক্র অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। দুদক বড়দের কাছে যেতে পারছে না, ছোটদের নিয়ে টানাটানি করছে। আবার সরল বিশ্বাসের দুর্নীতির প্রতি দুদক নমনীয় হয়ে পড়েছে। এখন দরকার উন্নয়নের সঙ্গে জনগণের অধিকার ও গণতন্ত্র শক্তিশালী করা।
তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন মানুষের নৈতিকতার ধস নামিয়ে দিয়েছে। এ জন্য দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাস প্রভৃতির প্রবৃদ্ধি হয়েছে। নির্বাচিত নেতৃত্ব, মন্ত্রী, মেয়রদের আচার-আচরণে দায়িত্বশীলতা প্রতিফলিত হয় না। ধানের দাম, চামড়ার দাম, ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে সেসব স্পষ্ট হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আগে বিদ্যুৎ উৎপাদন কম হতো। এখন চাহিদার চেয়ে অনেক বেশি হচ্ছে ঠিকই কিন্তু তা মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য বিনিয়োগ নেই। কত দামে মানুষকে বিদ্যুৎ দিতে চায় সরকার তা জনগণকে জানানো উচিত।
এমইউ/বিএ/এমকেএইচ
আরও পড়ুন
বিজ্ঞাপন
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই পিআর পদ্ধতি চায়: রিজভী
- ২ ৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত
- ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার
- ৪ বাংলাদেশের প্রতিটি কোণা হবে ন্যায়ভিত্তিক সমাজের প্রতিচ্ছবি
- ৫ শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস