মালয়েশিয়ায় শেখ হাসিনার জন্মদিন পালন
মালয়েশিয়ায় আওয়ামী পরিবারের উদ্যোগে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন। সোমবার বিকেলে দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। এরপর শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভায় মালয়েশিয়া আওয়মী লীগের যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মকবুল হোসেন মুকুল, কায়ূম সরকার, আব্দুল করিম, মো. জাকারিয়া, বঙ্গমাতা পরিষদের সভাপতি মো. মতিউর রহমান, মামা সাংস্কৃতি শিল্পগোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি সবুজ মামা, শাখাওয়াত হক জোসেফ, যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমেদ, মো. আবু হানিফ, মানসুর আল বাশার সোহেল, জহিরুল ইসলাম জহির, শ্রমিক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, সাধারণ সম্পাদক মোনায়েম খান, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সরকার, শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবুল, শাহ আলম হাওলাদার, সিরাজুল ইসলাম, মখলিচুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং তার উন্নয়ন কর্মকাণ্ডের ধারাকে আরো গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন
- ২ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
- ৩ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ৪ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৫ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে