আ.লীগের কাউন্সিলর প্রার্থীকে হত্যার হুমকি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী গোলাম আশরাফ তালুকদারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুর থানায় এ অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ৫৮৩।
জিডিতে আওয়ামী লীগের প্রার্থী উল্লেখ করেন, আমার সংগঠনের মনোনীত মেয়র, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীর পক্ষে বিধি মোতাবেক প্রচার চালানোর সময় দীপন আলি খান বাধা প্রদান করেন এবং হত্যার হুমকি দেন। এছাড়াও গতরাতে (রোববার) পোস্টার লাগানোর সময় বিদ্রোহী প্রার্থীর কয়েকজন সমর্থক মাতাল অবস্থায় আমার কর্মীদের ভয়-ভীতি, গালিগালাজ করে এবং কাজে বাধা দেন।
পিডি/এসআর/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ আসিফ ও মাহফুজ এনসিপিতে যুক্ত হতে চাইলে সাদরে গ্রহণ করবো: আখতার
- ২ নির্বাচনে বেশুমার টাকার খেলা বন্ধ চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
- ৩ ন্যায্য আসন না পেলে বিএনপি ছাড়বে ২৯ মিত্র, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
- ৪ খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে, প্রয়োজনে নেওয়া হবে বিদেশ
- ৫ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা