ইশরাকের গণসংযোগ থেকে গ্রেফতার বিএনপি নেতার জামিন
প্রায় ১৫ দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে বেরিয়ে আসেন। নেওয়াজের ভাই ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ১৫ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগ চলাকালে লালবাগ কেল্লার সামনে থেকে নেওয়াজকে গ্রেফতার করেছিল পুলিশ।
প্রসঙ্গত, নেওয়াজের বড় ভাই মীর আশরাফ আলী আজম ঢাকা দক্ষিণের ২৬ নং ওয়ার্ডে মিষ্টিকুমড়া প্রতীকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেএইচ/এফআর/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার