জেলগেটে আবারো আটক যুবদল নেতা দিপ্তী
জামিনে মুক্তির পর বের হওয়ার সময় জেলগেট থেকে আবারো আটক করা হয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তীকে। মঙ্গলবার সকালে জেলগেট থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি মামলায় সোমবার দীপ্তির জামিন আদেশ আমাদের হাতে এসেছিল। যাচাই বাছাইয়ের পর সকাল সাড়ে ১০টার দিকে দীপ্তিকে মুক্তি দেয় হয়।
কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, দীপ্তিকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরদ্ধে থাকা নাশকতার মামলা যাচাই বাছাই করা হচ্ছে।
গত ২২ সেপ্টেম্বর বন্দর থানার গাড়ি পোড়ানোর একটি মামলায় মোশাররফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাকে কারাগারে পাঠান বিচারক।
মোশাররফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। চট্টগ্রামের রাজনীতিতে তিনি নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
আরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন