ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

মিরপুরে বিএনপির এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০

আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ভয়ভীতি দেখিয়ে মিরপুরের ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর আহমেদ নগরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এমন অভিযোগ পাওয়া গেছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পরপরই এমন অভিযোগ ওঠে।

bnp

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, এ কেন্দ্রে মোট দুই হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন। বিগত দুই ঘণ্টায় পাঁচ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহি এনামুল। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলেও তিনি জানান। অন্যদিকে, বশির আদর্শ স্কুল অ্যান্ড কলেজে নারী-পুরুষ মিলে ১৬টি কেন্দ্রে প্রায় পাঁচ হাজার ভোটার রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৪-৫টি করে ভোট পড়েছে।

তবে কেন্দ্রগুলোতে আওয়ামী লীগে সমর্থকদের উপস্থিতি লক্ষ করা গেছে। কেন্দ্রগুলোতে অন্যান্য প্রার্থীদের এজেন্টের উপস্থিতি লক্ষ করা গেলেও বিএনপি প্রার্থীর এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি।

bnp

বিএনপি মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের এজেন্ট আমিনুল ইসলাম জানান, সকালে কেন্দ্রে প্রবেশ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা তাদের বাধা দেয়। বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের এজেন্টরা প্রবেশ করতে চাইলে তাদের ধাওয়া দেয়। কয়েকজন এজেন্টকে মারধর করা হয়েছে।

এ কারণে তাদের কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারেনি বলে অভিযোগ জানান তিনি।

প্রিসাইডিং কর্মকর্তারা জানান, কোনো দলের এজেন্ট যদি কেন্দ্রে না আসেন তাদের তো আমরা বাড়ি থেকে নিয়ে আসতে পারি না। তবে ভেতর থেকে কোনো এজেন্টকে বের করে দেয়া হয়নি বলে জানান তারা।

এমএইচএম/এফআর/এমএস