মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবি ইসলামী আন্দোলনের
প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃদ্বয়।
তারা বলেন, মেডিকেল ভর্তিচ্ছু ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে পড়ালেখায় ফিরিয়ে নেয়া সরকারের দায়িত্ব। কিন্তু সরকার সে দায়িত্ব পালন না করে ছাত্রদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।
নেতৃদ্বয় অবিলম্বে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবি “অনুষ্ঠিত মেডিকেল পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ” ঘোষণার দাবি জানান। সেই সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।
এসকেডি/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন