ডেমরায় দুই হাজার পরিবারের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ
করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর ডেমরা এলাকায় দুই হাজার দুস্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (৫ এপ্রিল) দুপুরে ডেমরা এলাকার বামুইলে ডেমরা থানা ছাত্রদলের সহ-সভাপতি মনির মুন্সির তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
এ সময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি পাভেল, সাংগঠনিক সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ছাত্রদল।
দেশে এ পর্যন্ত মোট ৮৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ জন। আর সুস্থ হয়েছেন ৩৩ জন।
কেএইচ/এসআর/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানো ঘৃণাজীবীদের প্রতিহত করুন
- ২ ডামি নির্বাচনের প্রার্থীরা যেন আগামী নির্বাচনে অংশ না নিতে পারেন
- ৩ বাংলাদেশ যেন ফের ফ্যাসিবাদের পরিচিতি না পায়: মঈন খান
- ৪ তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন-রিজভীর নেতৃত্বে কমিটি গঠন
- ৫ খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম