নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরছেন না ফখরুল
স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে আজ (বুধবার) সন্ধ্যায় দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের কথা থাকলেও দেশে ফিরতে বিলম্ব হবে মির্জা ফখরুলের। এখনো সিঙ্গাপুর থেকে রওয়ানা করেননি ফখরুল, তবে আজই তিনি দেশে ফিরবেন।
উল্লেখ্য, গত শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বাস্থ্য পরীক্ষা জন্য সিঙ্গাপুর যান ফখরুল। এর আগে মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে (২১ সেপ্টেম্বর) দেশে ফেরেন ফখরুল।
এমএম/আরএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার