হামলাকারী ও পৃষ্ঠপোষকদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব
ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা-হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-(বাসদ) রবিবার বিক্ষোভ-সমাবেশে করেছে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মণ্টু ঘোষ, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন।
সমাবেশটি পরিচালনা করেন- সিপিবি’র ঢাকা কমিটির নেতা জাহিদ হোসেন খান। সমাবেশে বক্তারা বলেছেন, একের পর এক হামলার ঘটনা ঘটছে। সরকার হামলাকারী ও পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে বিচার করছে না। হামলা সম্পর্কে সরকারের পক্ষ থেকে নানা ধরনের দায়িত্বহীন কথা বলে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে।
তারা বলেন, সরকার বারে বারে দাবি করছে যে, দেশে কোনো জঙ্গি নেই। কিন্তু কোনো হামলার ঘটনা ঘটলেই, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে জঙ্গিদের দায়ী করা হচ্ছে। হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে বিচার করা সরকারের দায়িত্ব।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঢাকায় তাজিয়া মিছিলে বোমা-হামলাকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। এই ঘটনা কেবল চরম নিন্দনীয়ই নয়, তা চরম উদ্বেগেরও। আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধের ওপর এই হামলা। এই হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে সাম্প্রদায়িকতাকে যেভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, তা বন্ধ করতে হবে।
তারা আরো বলেন, তাজিয়া মিছিলে হামলার ঘটনা ভবিষ্যতের অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রদায়িক-জঙ্গি গোষ্ঠীকে কাজে লাগিয়ে সাম্রাজ্যবাদসহ দেশি-বিদেশি নানা অপশক্তি দেশে বিশেষ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে তাদের নীল নক্সা বাস্তবায়নে তৎপর রয়েছে। এসব ষড়যন্ত্র দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।
এএম/এসএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন