ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আন্দোলনের নেতৃত্ব দেবে কে : প্রশ্ন মাহবুবুরের

প্রকাশিত: ০২:২৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৫

দেশে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলনে কে নেতৃত্ব দিবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের স্মরণে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় যুব সংহতি।

মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আমাদের সামনে কঠিন আন্দোলন করতে হবে। কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিবেন কে ? কারণ আমাদের মাঝে আজ মাওলানা ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কাজী জাফর আহমদ নেই। যদি কাজী জাফর বেঁচে থাকতেন তাহলে হয়তো ২০ দলীয় জোটের পক্ষ থেকে সেই আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। দেশে বর্তমান নেতৃত্ব শূন্যতার সংকট চলছে বলেও মন্তব্য করেন মাহবুবুর রহমান।

গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থা চলছে মন্তব্য করে তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র নেই। তাই জনগণের জীবনের কোনো নিরাপত্তাও নেই।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ আজ কঠিন সময় মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে। কারণ আজ দেশে গণতন্ত্র নেই। বাংলাদেশ গণতন্ত্রহীন হয়ে পড়েছে। এর মূল কারণ জাতীয় সংসদে কোনো বিরোধী দল নেই। এই বিরোধী দল ও সরকার একে অপরের সাথে বিলীন হয়ে গেছে।

কাজী জাফর আহমদের প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক তা গভীর ও অটুট করার জন্য কাজী জাফর সব সময় কাজ করেছেন। আর সে জন্যই চিনের সঙ্গে আজ বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সবাইকে গণতন্ত্রপূর্ণ উদ্ধারের আন্দোলনের জন্য শপথ গ্রহণ করতে হবে। এ জন্য তিনি সবাইকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানান।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মহসীন সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টি আই এম ফজলে রাব্বি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুল্লাহ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাতীয় পার্টির প্রেসসিডিয়াম সদস্য এস এম এম আলম, মাওলানা রুহুল আমামী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

এমএম/আরআইপি