কাকরাইল শাখার দুই নেতাকে গ্রেফতারে যুবদলের নিন্দা
ঢাকা মহানগর (দক্ষিণ) এর কাকরাইল শাখার সভাপতি মো. হাসান ও সদস্য মো. রাসেলকে চোখ বেঁধে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, রোববার সন্ধ্যায় যুবদল নেতাদেরকে গ্রেফতার করার পর কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। অবৈধ কায়দায় তাদেরকে মামলায় জড়ানোর চক্রান্ত হচ্ছে বলে দাবি করেন তারা। দুই যুবদল নেতার নিঃর্শত মুক্তির জোর দাবি জানান তারা।
জেডএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
- ২ বাড্ডা-শাহজাদপুরে পানি-গ্যাসের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নাহিদের
- ৩ বগুড়ায় সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির
- ৪ ধর্ম-অর্থ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রিজভীর
- ৫ ঢাকা-১১ আসনজুড়ে ভয়ের পরিবেশ, মানা হচ্ছে না আচরণবিধিও: নাহিদ