ফখরুলের মুক্তির দাবি জামায়াতের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ বুধবার এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে অমানবিকভাবে ৬ষ্ঠ বারের মত তাকে জেলে পাঠানো হয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে যে, মির্জা ফখরুল করোটিড আর্টারির জটিল ব্লক, ডায়াবেটিস ও হৃদরোগে দীর্ঘদিন যাবত ভুগছেন। এছাড়া সাম্প্রতিককালে তার শরীরের ওজন উদ্বেগজনকভাবে কমে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
অতএব, তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মানবিক কারণে এবং তার বেঁচে থাকার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এএম/একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন