দলীয় কার্যালয়ে যাবেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর শুক্রবার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে যাচ্ছেন। শুক্রবার বিকাল ৪টায় তিনি দলীয় কার্যালয়ে অাসবেন বলে দলটির উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি রায় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এটা দলীয় কার্যালয় এখানে তিনি আসবেন এটাই স্বাভাবিক। তবে তিনি ব্যস্ত থাকার কারণে এতদিন আসতে পারেননি। আওয়ামী লীগ দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর শুক্রবারই তিনি প্রথমবারের মত দলীয় কার্যালয়ে আসবেন।’
আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, এদিন শেখ হাসিনা দলীয় নেতাদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি অাওয়ামী লীগের চলমান তৃণমূল কাউন্সিলের বিষয়েও খোঁজ খবর নেবেন।
উল্লেখ্য, গত অক্টোবর থেকে জেলা উপজেলাসহ সারাদেশে আওয়ামী লীগের তৃণমূল কাউন্সিলিং চলছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এ সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।