করোনায় আক্রান্ত ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল আহসান
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কমরেড কামরুল আহসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।
শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মোস্তফা আলমগীর রতন তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি তার আশু রোগ মুক্তি কামনা করেছেন।
এসএম/এআরএ/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার