বাসায় ফিরেছেন করোনা আক্রান্ত হাসানুল হক ইনু
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম।
তিনি বলেন, ‘গত ১২ জানুয়ারি কোভিড টেস্টে পজিটিভ হয়ে জাসদ সভাপতি চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন। পরে সতর্কতা ও প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণের জন্য ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে কোভিড ইউনিটে ভর্তি হন।’
‘মেডিকেল টেস্টের ফলাফল পরপর চারদিন ধারাবাহিকভাবে স্বাভাবিক থাকায় এবং কোভিড সংশ্লিষ্ট কোনো জটিলতা না দেখা দেয়ায় করোনা আক্রান্তের নবম দিনে চিকিৎসকরা তার হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে কঠোর আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যবস্থাপত্র দিয়েছেন।’
আগামী ২৬ জানুয়ারি হাসানুল হক ইনুর কোভিড পরীক্ষা করা হবে জানিয়ে আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, ‘চিকিৎসকরা তাকে ১৫ দিন বাসায় বাধ্যতামূলক বিশ্রাম থাকারও পরামর্শ দিয়েছেন।’
আরএমএম/বিএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার