কড়া নিরাপত্তায় বিএনপির নয়াপল্টন কার্যালয়
ফাইল ছবি
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির চূড়ান্ত রায়ের পর দলটির নয়াপল্টন কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার বিকেল থেকেই কার্যালয়ের চারপাশে কড়া নিরাপত্ত বলয় গড়ে তোলা হয়েছে।
কার্যালয়ের সামনে দায়িত্বরত গোয়েন্দা কর্মকর্তা আশিক জাগো নিউজকে জানান, বিকেল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি জলকামান ও এপিসি রাখা হয়েছে।
ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারী জানান, গোয়েন্দা পুলিশের পাশাপাশি পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের নয়াপল্টন কার্যালয়ের সামনে মোতায়ন করা হয়েছে।
এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে বুধবার বিকেলের পর থেকেই নয়াপল্টন কার্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন ও কার্যালয়ের কর্মচারী ছাড়া কেউ এদিন কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন নি।
এমএম/এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন