ছাত্রদল নেতা মেহেদী আটক : কেন্দ্রীয় সংসদের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদারকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তাকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধায় ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারী জানান, মেহেদীকে আটকের বিষয়টি তারা শুক্রবার দুপুরে জানতে পেরেছেন। বর্তমানে মেহেদীকে কেরানীগঞ্জ থানাতেই রাখা হয়েছে বলে জানান সাক্তার।
এদিকে মেহেদীকে আটকের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা মেহেদীকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানান।
এমএম/একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ২ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৩ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৪ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৫ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত