আ.লীগের প্রার্থী মনোনয়নের ক্ষমতা শেখ হাসিনার হাতে
আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত হিসেবে থাকছেন দলের সভাপতি শেখ হাসিনা।
শনিবার দুপুরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাউসার এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন। চিঠিতে শেখ হাসিনাকে ক্ষমতা দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। চিঠিটি গ্রহণ করেছেন ইসির উপ-সচিব মো. সামসুল আলম।
প্রসঙ্গত, নতুন আইন অনুযায়ী মেয়র পদের প্রার্থীকে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। তবে কাউন্সিলর পদে নির্বাচন হবে আগের মতো নির্দলীয়ভাবে।
রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যায়নপত্র থাকতে হবে।
এইচএস/এসকেডি/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
- ২ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৩ ২১ ঘণ্টায় জোড়া লাগলো তাসফিনের হাত, চিকিৎসকদের প্রশংসায় রিজভী
- ৪ খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে নির্বাচনি প্রস্তুতি কেমন বিএনপির?
- ৫ গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ আমাদের অনুপ্রেরণা: দীপ্তি