নোয়াখালী জেলা জাসদের সভাপতি আলম : সম্পাদক মানিক
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নোয়াখালী জেলা শাখার সভাপতি নূর আলম চৌধুরী পারভেজ ও মকছুদের রহমান মানিককে সাধারণ সম্পাদক করে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে সম্মেলন শেষে এ কমিটি গঠন করা হয়।
এর আগে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার। জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নুর আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে ও আহ্বায়ক মকছুদের রহমান মানিকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের স্ত্রী লুৎফা তাহের, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, উপদেষ্টা মো. সলিম উল্লাহ।
মিজানুর রহমান/এআরএ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের ভাগ্য বদলাবে: সালাম
- ২ চট্টগ্রামে ফখরুলের গাড়িবহরে হামলা: ২৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন
- ৩ চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৭
- ৪ উত্তরার মানুষ ইতিহাস গড়েছে, এবার গণতন্ত্র রক্ষার দায়িত্বও তাদের
- ৫ রাজনৈতিক সংগ্রামের অগ্রভাগে থাকে সাংস্কৃতিক কর্মীরা: রিজভী