বিচার দেখে পাকিস্তানের কান্না শুরু হয়েছে
মানবতাবিরোধীদের বিচার দেখে পাকিস্তানের কান্না শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘসেটি বেগমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, খুনিরা আজ তার (খালেদা জিয়া) সঙ্গে একত্রিত হয়েছেন।
মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ৭১ সালের শক্তি সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের মাটিতে রাজাকার আল বদর ও মানবতাবিরোধীদের কবর রচনা করতে হবে।
বিএনপির টানা তিন মাসের বেশি সময় ধরে চলা অবরোধ কর্মসূচি মুক্তিযোদ্ধাসহ সাধারণ জনতা যেভাবে প্রতিহত করেছে ঠিক শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিরোধী শক্তিকে মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক প্রমুখ।
এমএম/এসকেডি/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ