পৌর নির্বাচন সুষ্ঠু হলে সংকট এক ধাপ কাটবে
সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম তা পৌরসভা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। শনিবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিপন বলেন, দেশে বর্তমানে যে গণতান্ত্রিক সংকট চলছে পৌর নির্বাচন সুষ্ঠু হলে সংকট সমাধানের পথ এক ধাপ এগুবে। আর কারচুপি হলে সরকার আরো দুর্বল হবে।
আসন্ন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও উৎসবমুখর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ মুখপাত্র। সংবাদ সম্মেলনে বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএম/এএইচ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন