নির্বাচনের কারচুপি এইচ টি ইমামের কথায় প্রমাণিত : ফখরুল
ফাইল ফটো
৫ জানুয়ারির নির্বাচন যে আওয়ামী লীগের নীল নকশার নির্বাচন ছিল তা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কথায় সত্য বলে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্যরা।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি যে কারচুপির আশঙ্কা করেছিল, এইচ টি ইমামের কথায় তা সত্য বলে প্রমাণিত হলো।
তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনে নেই- এটা ভুল। আমরা আন্দোলনে আছি, থাকব। সময় মত জনগণকে সম্পৃক্ত করে অবৈধ সরকারের পতন ঘটানো হবে।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ১০ বছর পর তৃতীয়বারের মতো অভিযোগপত্র দিয়ে সিলেটের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জের মেয়রকে রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে।
মির্জা ফখরুল জানান, ৮ নভেম্বর তাঁদের ঢাকায় সমাবেশ করতে না দেওয়া এবং পরবর্তী সময়ে ৯ নভেম্বর বিএনপির কর্মসূচিতে বিভিন্ন জায়গায় পুলিশের হামলা চালানোর ঘটনায় স্থায়ী কমিটির সভায় নিন্দা জানানো হয়।
জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুসহ ১৪ দলের নেতাদের বক্তব্যের নিন্দা জানান হয় বলে জানান ফখরুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দাকার মাহবুব হোসেন, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষা বিয়ষক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এইচ টি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বলেন, “নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা; নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে।”
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। তার পরে আমরা দেখব।”